চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান : ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে আটক করেছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়া থেকে আরিফুল ইসলামকে (৩০) ২শ গ্রাম গাঁজাসহ আটক করেন। সে চুয়াডাঙ্গা শহরতলির ইসলামপাড়ার মৃত আলিমুদ্দিনের ছেলে। আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসেবনের পাশাপাশি ব্যবসাও করে আসছিলো বলে জানা যায়।

এদিকে বেলা ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তমালতলা নামক স্থানে অভিযান চালিয়ে আলম হোসেনের ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালুকে (৪৫) ৭ বোতল ফেনসিডিলসহ তার বাড়ি থেকে আটক করেন। পরে তারা একই এলাকার আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল ইসলামের স্ত্রী মাদকব্যবসায়ী রশিদা বেগম ও তার মেয়ে জুলিয়া খাতুন জুলি পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি তল্লাশি করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। সাথে ছিলেন- উপপরিচালক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিচালক আকবার হোসেন ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল পুলিশ।