দর্শনায় ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুরের রানা ও মিঠুন আটক

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী ঝটিকা অভিযান অব্যাহত রেখেছেন। ফের অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুরের রানা ও মিঠুনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। বিজিবি সদস্যরা এ অভিযানে ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার রফিকুল ইসলাম বাবুর ছেলে মিঠুন (২৮) ও আতিয়ার রহমানের ছেলে রানাকে (২৫) আটক করেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেনসিডিল। অভিযোগ উঠেছে, এ ফেনসিডিলের মালিক একই পাড়ার সিরাজুল ইসলামের ছেলে এলাকার চিহ্নিত মাদক কারবারিচক্রের হোতা সুজন। জোন হাজিরায় সুজনের ফেনসিডিল বহনের কাজ করে থাকে মিঠুন ও রানাসহ বেশ কয়েকজন। এ ঘটনায় সুবেদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল রাতে আটকককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করলেও এবারো ফসকে গেলো সুজন।