মোবাইলফোনে চাঁদাবাজদের হুমকি ‘পাঁচ লাখ টাকা দিবি না হলে জীবন দিবি’ :  বোমা নিক্ষেপ

আলমডাঙ্গায় ভোগাইল বগাদীতে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা
আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাঁদা দাবি করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার ভোগাইল বগাদী গ্রামের ভুসিমাল ব্যবসায়ী শরিফ উদ্দিনের বাড়িতে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শরিফ উদ্দিনের পরিবার আতংকিত হয়ে রয়েছেন। দাবিকৃত ৫ লাখ টাকা না দিলে হত্যার হুমকি দিয়েছে চাঁদবাজরা।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, ভোগাইল বগাদী গ্রামের সাবান বিশ্বাসের ছেলে বিশিষ্ট ভুসিমাল ব্যবসায়ী শরিফ উদ্দিনের কাছে গত এক সপ্তাহ ধরে মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে সোমবার দিনগত রাত ২টার দিকে শরিফ উদ্দিনের বাড়ির জানালা বরাবর বোমা ছুড়ে মারে সন্ত্রাসীরা। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় আসমানখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদুর রহমান। তিনি ঘটনাস্থল থেকে বোমা হামলার আলামত উদ্ধার করেন। ভুসিমাল ব্যবসায়ী শরিফ উদ্দিন বলেন, বোমা হামলার পর মঙ্গলবারও মোবাইলে চাঁদা চেয়েছে সন্ত্রাসীরা। তারা বলেছে ‘৫ লাখ টাকা দিবি না হলে তোর জীবন দিবি।’
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল ইসলাম মাথাভাঙ্গাকে বলেন, ‘সন্ত্রাসীরা বোমা নয়, ককটেল হামলা চালিয়েছে। ওই হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ মাঠে নেমেছে। শিগগিরই তারা গ্রেফতার হবে।’