দামুড়হুদায় সেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দামুড়হুদা প্রতিনিধি: সেবার ব্রত নিয়ে গুটি গুটি পায়ে এগ্রিয়ে চলেছে দামুড়হুদার স্থানীয় সেচ্ছায় রক্তদান সংগঠন ‘সন্ধিমেলা’। ৫ বছর আগে মাত্র ২৩ সদস্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৬৩। সরকারি বেসরকারি কোনো ধরণের সাহায্য সহযোগিতা ছাড়াই ইতোমধ্যেই পৌঁছে গেছে অভিষ্ঠ লক্ষ্যে। মানুষের সেবাই আমরা এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনের সদসবৃন্দ জেলার বিভিন্নœ এলাকায় এ পর্যন্ত ৬৭২ ব্যাগ রক্ত বিতরণ করে কুড়িয়েছেন প্রশাংসা। গতকাল শুত্রবার ছিলো সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মাসুদরানার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যাক্তা মাকসুদুর রহমান রতন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম লিটন। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামিম খাঁন।