দৌলাতদিয়াড় মাঝেরপাড়া মহল্লাবাসীর কবরস্থানের জমি কেনা কমিটির সেক্রেটারির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার হাফিজুর রহমান লাল্টু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ তথ্য জানিয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মহল্লাবাসীর জন্য সম্মিলিত প্রচেষ্টায় যখন তহবিল গঠন করে কবরস্থান স্থাপনের প্রায় সকল আয়োজন সম্পন্ন করেছি, ঠিক তখনই চক্রান্ত করে অর্থ আত্মসাতের অপচেষ্টার বানোয়াট অভিযোগ তুলে কিছু সদস্যের ভুল বুঝিয়ে চেকে স্বাক্ষরই শুধু করিয়ে নেয়া হয়নি, হুমকির পর হুমকি দেয়া হয়েছে। মিথ্যা অভিযোগ তুলে মাঝে মাঝে বলা হচ্ছে, আমি নাকি কার বাড়িতে হামলা চালিয়েছি।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের প্রায় প্রতিটি মহল্লাতেই মহল্লা ভিত্তিক কবরস্থান গড়ে তোলা হয়েছে। মাঝেরপাড়ায় তা না থাকার কারণে মহল্লাবাসী কমিটি গঠন করে। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফিজুর রহমান লাল্টু। গচ্ছিত অর্থ তার একাউন্টে রাখা হয়। কবরস্থানের জন্য জমি কেনার বন্দবস্তও চূড়ান্ত হয়। চেকও দেয়া হয়। এরপর জমি দেয়া এবং টাকা পাওয়া না পাওয়া নিয়ে বিরোধ দানা বাধে। হাফিজুর রহমান লাল্টু বিবৃতিতে জানান, আমার একাউন্ট থেকে টাকা কমিটির যৌথ একাউন্টে রাখার সিদ্ধান্ত হয়। এরই এক পর্যায়ে কয়েকজন সদস্যের প্ররোচনায় কিছু ব্যক্তি জবরদস্তি শুরু করে। শহীদ হাসান চত্বরে মারধরও করা হয়। হুমকির মুখে বাড়ি বন্দি থাকি। ৫০ হাজার ও সাড়ে ৫ লাখ টাকার চেক নিয়ে নিয়েছে। এরপরও হুমকির মুখে দিন কাটাতে হচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান লাল্টু লিখিত বক্তব্য উপস্থাপন করে নিরাপত্তা চেয়ে বলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরের সামনে গিয়ে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার মতো কর্মসূচি হাতে নিতে হবে।