ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ব্রিজের নিচে ধানের জমিতে অনুষ্ঠিত

গিয়াস উদ্দীন সেতু: বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঝিনাইদহ সদর উপজেলার চূড়ান্ত পর্বের খেলা শহরের ধোপাঘাটা ব্রিজের নিচে ধানের ক্ষেতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহে যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের নিজস্ব মাঠ পিটিআই-এ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান অফিসের মধ্যে বসে আছেন । তিনি বাহিরে থাকলে এসব দেখতে পারতেন বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ রয়েছে। প্রাথমিক অফিসসূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার চূড়ান্ত পর্বের খেলা গত ১৫ জুলাই শুরু হয়। শহরের ধোপঘাটা ব্রিজের নিচে বঙ্গমাতা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

অপর দিকে ভুটিয়ারগাতী প্রাথমিক বিদ্যালয়মাঠে বঙ্গবন্ধু ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের নিজস্ব মাঠ ঝিনাইদহের পিটিআই-এ রয়েছে, সেখানে ব্রিজের নিচে ধানের ক্ষেতের মধ্যে এ খেলা অনুষ্ঠি হচ্ছে। বঙ্গমাতা ও বঙ্গবন্ধু কাপের মতো এতোবড় একটি টুর্নামেন্ট অবহেলায় অনুষ্ঠিত হচ্ছে। এটি খুবই দঃখজনক বলে তারা জানান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান অফিসের মধ্যে বসে ঘুমাচ্ছেন, তা নাহলে তিনি তার দপ্তরের খেলা কোথায় হচ্ছে, তা তিনি জানতেন। তিনি বাহিরে থাকলে এসব দেখতে পারতেন বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ রয়েছে। তারা আরো বলেন তিনি শুধু খেয়াল রাখেন কোথায় পদ খালি হচ্ছে ও পোস্টিং দিয়ে কিভাবে দুর্নীতি করে অর্থ পাওয়া যায় । এ ব্যাপারে কথা হলে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি জানেন না।