ইবিতে ২৩৫তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার নীতিমালা পাস

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৩৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভাইস চ্যান্সেলরের বাসভবনে ভাইস চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার নীতিমালা পাসসহ ৩টি আবাসিক হলের নাম সংযোজন করা হয়েছে। হলগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের স্থলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং শেখ হাসিনা হলের স্থলে দেশরতœ শেখ হাসিনা হল। এছাড়াও এ সিন্ডিকেট সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ্-আল-হাসান চৌধুরী, ইবি বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।