বিদ্যুত সরবরাহে অপ্রতুলতার অজুহাত উন্নয়নের অন্তরায়

চুয়াডাঙ্গায় বিদ্যুত বিতরণে বেহালদশা নতুন নয়। যেনতেনভাবেই দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিদ্যুত গ্রাহকদের সংযোগে বিদ্যুত সরবরাহ করা হয়। দশা ফুটে ওঠে যখনই সামান্য ঝড় কিংবা বৃষ্টি হয়। গরমে চাহিদা বেড়ে গেলে জাতীয় গ্রিড থেকেই বরাদ্দ দেয়া হয় কম। ফলে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিদ্যুত নির্ভর ছোট-বড় কল-কারখানাগুলোর উন্নয়নের বদলে উদ্যোক্তাদের অনিশ্চয়তার মধ্যেই পড়ে থাকতে হয়। এ দশা থেকে পরিত্রাণে হিস্যা অনুপাতে ওজোপাডিকোর চুয়াডাঙ্গা বিতরণ কেন্দ্রে যেমন বিদ্যুত সরবরাহ করতে হবে, তেমনই বিতরণ ব্যবস্থাও নতুন করে ঢেলে সাজাতে হবে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাহিদাও চক্রবৃদ্ধি হারে বাড়ছে যখন, তখন অতিরিক্তি চাপ সহ্য করার মতো ট্রান্সমিটারও স্থাপন করতে হবে। বিদ্যুত যেহেতু উন্নয়নে অন্যতম শর্ত, সেহেতু বিদ্যুত সরবরাহে অপ্রতুলতার অজুহাত উন্নয়নের অন্তরায়।