জীবননগরের রায়পুর-হাসদহ সড়কে করিমনের চাকায় শাড়ি পেচিয়ে বিপত্তি

 

অসুস্থ শিশু কন্যাকে চিকিৎসকের নিকট নেয়ার পথে লাশ হলেন মা

জীবননগর ব্যুরো: অসুস্থ ছোট মেয়েকে চিকিৎসার জন্য করিমনযোগে চিকিৎসকের নেয়া হলো না আকলিমা খাতুনের (৩৮)। তার আগেই তিনি ৩ কন্যা সন্তানকে এতিম করে না ফেরার দেশে চলে গেলেন। করিমনের চাকায় কাপড় জড়িয়ে সড়কের ওপর আছড়ে পড়ে মর্মান্তিকভাবে নিহত হন তিনি। গত সোমবার বিকেলে জীবননগর উপজেলার রায়পুর-হাসাদাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটাপোল গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ফরিদ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন ৩ কন্যা সন্তানের জননী। ছোট মেয়ে অসুস্থ। অসুস্থ শিশু কন্যাকে সোমবার বিকেলে তিনি করিমনযোগে জীবননগরে চিকিৎসকের নিকট নিচ্ছিলেন। পথিমধ্যে করিমনের চাকায় শাড়ি জড়িয়ে তিনি করিমন থেকে আছড়ে সড়কের ওপর পড়ে মারাত্মকভাবে আহত হন। আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে কাটাপোল গ্রামে তাকে দাফন করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ এনামুল হক এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।