কুষ্টিয়ায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি কুষ্টিয়া পৌর শিশুপার্কের সুইমিংপুলে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নেসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার বিলাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর। আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এনামুল হক, সহকারী পরিদর্শক সাবিনা খাতুন, মিরপুর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান, আলাউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কাঞ্চন কুমার, হাবিবুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। এ সাঁতার প্রতিযোগিতায় বালক বড় গ্রুপ ও মধ্যম গ্রুপে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসা চ্যাম্পিয়ন হয়েছে।