জীবননগরে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সেলাই মেশিন বিতরণ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঊষা সংস্থার উদ্যোগে ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত ২২ নারীর হাতে বিনামূল্যের সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেলিম রেজা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীদের ক্ষমতায়নে এ ধরণের উদ্যোগকে উৎসাহিত করা হবে। সে সকল বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ ধরণের উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে সেসব সংস্থাকে প্রশাসনের পক্ষ হতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হবে।

ঊষার সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাল্যবিয়ে নিরোধ ও ক্ষমতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণী চক্রের ফাউন্ডেশনের ম্যানেজার আবু সালেহ ও ঊষার সমন্বয়কারী আলমগীর হোসেন। শেষে ২২ নারীর হাতে সেলাই মেসিন তুলে দেয়া হয়। উল্লেখ্য, এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ঊষা সংস্থা সীমান্ত ইউনিয়নের ২২ জন নারীকে ৬ মাসের দর্জি ও সেলাই প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে বিনামূল্যের সেলাই মেশিন তুলে দেয়া হয়।