ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড ল’ইয়ার্স ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুটি টিম। গতকাল মঙ্গলবার রাতে তারা ঢাকা ত্যাগ করবেন। ‘বন্ধুত্বের জন্য ক্রিকেট’ স্লোগানে আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অংশ নেবে। এই সাতটি ক্রিকেট খেলুড়ে দেশের মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এটি ওয়ার্ল্ড ল’ইয়ার্স ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর। এর আগে ২০০৭ (ভারত), ২০০৯ (ইংল্যান্ড), ২০১১ (ওয়েস্ট ইন্ডিজ), ২০১৩ (ভারত) ও ২০১৫/১৬ (অস্ট্রেলিয়া) সালে টুর্নামেন্টের ৫টি আসর অনুষ্ঠিত হয়।