জীবননগরে স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। উপজেলার দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সন্তোষপুরের ব্রিজ ও জীবননগর থানাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ তার সাথে ছিলেন। স্কুল পরিদর্শনকালে জেলা প্রশাসক স্কুলের প্রতিটি ক্লাস রুমে যান। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের হাজিরা দেখেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখে অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষারমান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য প্রতিটি স্কুলের শিক্ষকদের তিনি ডিজিটাল হাজিরা মেশিন লাগানোর পরামর্শ দেন। যে সকল শিক্ষার্থীরা স্কুলে আসেনি সে সব শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজখবর নেয়ার তাগিদ দেন। সাথে সাথে স্কুলের ছাত্রীদের বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য আহ্বান করেন। এ সময় তিনি স্কুল চলাকালিন সময়ে যে সব কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।