জেলাকে অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা আহ্বান

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে এক চরমপন্থিসহ ৭৭ জন গ্রেফতার ॥ সংবাদ সম্মেলনে পুলিশ সুপারচুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে এক চরমপন্থিসহ ৭৭ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সাঁড়াশি অভিযান চালিয়ে এক চরমপন্থিসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  দুপুরে পুলিশ সুপার নিজাম উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে টহলরত ছিলো। হঠাৎ রোয়াকুলি গ্রামের একটি পাঠক্ষেত থেকে ৩-৪ জন ছিনতাইকারী সাধারণ মানুষ ভেবে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ বুঝতে পেরে তারা পালিয়ে যায়। সেখানে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের এক চরমপন্থিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান। এছাড়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি আম বাগান থেকে পলিথিন ব্যাগে মোড়ানো একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সকলের সহযোগিতাই পারে জেলাকে অপরাধমুক্ত করতে। অপরাধী যেই হোক না কেন, কোন ছাড় নেই। এ সময় পুলিশের ওপর আস্থা রেখে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) কলিমুল্লাহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।