চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৩

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা হলো, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মশাল মোড় এলাকার হাসেমের ছেলে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মহিবুল ইসলাম (৭) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী রাহিমা বেগম (৫০) এবং মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের গাবতলিপাড়ার রাজা মিয়ার মেয়ে বলিয়ারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী হাসি খাতুন (১৪)। আহত ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে মহিবুল ইসলাম বন্ধুদের সাথে নিয়ে তার বাড়ির সামনে ক্রিকেট খেলছিলো। বল রাস্তার ওপর চলে গেলে মহিবুল ইসলাম দৌড়িয়ে রাস্তার ওপর গেলে হাজরাহাটি হতে চুয়াডাঙ্গা শহর অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় মহিবুল ইসলাম সড়কের পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। অপর ঘটনায় রাহিমা বেগম গতকাল চুয়াডাঙ্গায় তার এক আত্মীয়বাড়ি থেকে নিজ বাড়ি বলেশ্বরপুর ফেরে ইজিবাইকে চড়ে। বাড়ির সামনে ইজিবাইক থেকে নেমে পাশে দাড়িয়ে ভাড়া দেয়ার সময় পেছন দিক থেকে একটা পাখিভ্যন তাকে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় পড়ে যায়। পাখিভ্যানের চাকা রাহিমা বেগমের ডান পায়ের ওপর দিয়ে চলে তার পা ভেঙে যায়। এদিকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে হাসি খাতুন তার ভায়ের মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিলো। স্কুলে পৌঁছুনোর কিছু আগে একটি পাখিভ্যানকে ওভারটেক করার সময় পাখিভ্যনের সাথে হাসির পায়ে আঘাত লাগলে সে সড়কের ওপর আছড়ে পড়ে রক্তাক্ত আহত হয়েছে। তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।