প্রধান বিচারপতির সাথে ওবায়দুল কাদেরের দুই ঘণ্টা বৈঠক

 

পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেয়ার অনুরোধ

স্টাফ রিপোর্টার: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে বৈঠক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাতে প্রধান বিচারপতির বাসায় অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গণে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের। শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়া পরিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সাথে সাক্ষাত প্রসঙ্গে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। তারপর বক্তব্য দেয়া হবে।

জানা গেছে, ষোড়শ সংশোধনীকে অবৈধ করে আপিল বিভাগের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কাছে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, ‘এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান সরকার চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা বিচার বিভাগের দায়িত্ব।’ প্রধান বিচারপতিকে এ দায়িত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। তবে প্রধান বিচারপতি তাত্ক্ষণিকভাবে তার কোনো অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি। জানা গেছে, পরে গণভবনে গিয়ে সাক্ষাতের অগ্রগতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, শনিবার রাতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে সাক্ষাত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রধান বিচারপতি ও মন্ত্রীর (ওবায়দুল কাদের) মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে নৈশভোজেও অংশ নেন মন্ত্রী। ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে আবু নাসের বলেন, ‘মন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ করে দেয়া রায় ও পর্যবেক্ষণ নিয়ে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন। তবে প্রধান বিচারপতির সাথে হওয়া আলোচনা এখনও ফলপ্রসূ হয়েছে কি-না তা তিনি জানাননি।’ তিনি আরও বলেন, প্রধান বিচারপতির সাথে বৈঠক ও এ আলোচনা আরো কয়েক দফা হতে পারে।