দামুড়হুদার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোঁপ-ঝাড় পরিষ্কারের উৎসাহ যোগালেন এমপি টগর

 

মহতি উদ্যোগের দায়িত্ব কাঁধে তুলে নিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ

বখতিয়ার হোসেন বকুল: আমরা প্রায়ই বলে থাকি যুব সমাজ রসাতলে চলে গেছে। আজকের যুব সমাজকে দিয়ে ভালো কোনো কাজের আশা করা যায় না। কিন্ত কথাটি যে পুরোপুরি সঠিক নয় তা এ প্রতিবেদনটি পড়লেই বুঝতে পারবেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথা চিৎলা হাসতাপালের মধ্যে বেড়ে ওঠা ঝোঁপ-ঝাড় পরিষ্কার করার মহতি উদ্যোগকে কাঁধে তুলে নিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। গত ৬ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেবামূলক কাজের উৎসাহ যোগাতে জেলার বিভিন্নস্থানে দলীয় নেতাকর্মীদের উদাহরণ তুলে ধরার সাথে সাথে ওই মহতি উদ্যোগকে কাঁধে তুলে নেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু।

তারই ধারাবাহিকতায় ‘পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ’ এই স্লোগান সম্বলিত গেঞ্জি পরে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী হেঁসো-কাস্তে হাতে নিয়ে পরিষ্কার করলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথা চিৎলা হাসতাপালের মধ্যে বেড়ে ওঠা ঝোঁপ-জঙ্গল। গতকাল রোববার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলে ঝোঁপ-ঝাড় পরিষ্কারের অভিযান। ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগ দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপসহকারী মেডিকেল অফিসার ডা, রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা ফরজ আলী, যুবলীগ নেতা সাহেব আলী। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুর নেতৃত্বে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা ওই মহতি কাজে অংশ নেন তারা হলেন- ছাত্রলীগ নেতা হাতেম আলী, রাসেল আহম্মেদ, রায়হান, আকরামুল হক, আব্দুস সামাদ, রাজ আহম্মেদ, লিমন খাঁন, রমজান, স্বপন, ইমরান, মেহেদি, জসিম, জিহাদ, স্বজল, আ. ওহমান, সাইফ, বিপ্লব, দেলোয়ার, শিমুল, স্বপন, ওয়াসিম, শামিম, আশিক, সাদ্দাম, রতনসহ প্রমুখ। এ দিকে ছাত্রলীগের এ মহতি কাজের জন্য এলাকার সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।