দামুড়হুদায় ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের প্রস্তুতিসভায় বক্তারা

 

ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৫ আগস্ট জাতীয় শোক যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার (সাবেক) আছির উদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, সিরাজুল ইসলাম, অ্যাড. রফিকুল আলম রান্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আলী মনসুর বাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, জাফর আলী, সিরাজুল হক মুন্সি, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উপস্থিত ছিলেন- দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, শহীদ লতিফ মিল্টন, মোখলেছুর রহমান, আব্দুল করিম, আকতার হোসেন, সরোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, মহাসিন আলী, যুবলীগ নেতা আবুল হাশেম মেম্বার, ইউসুফ আলী ইছা মেম্বার, হাসানুজ্জামান পিন্টু, সাইফুল ইসলাম, আবু সাইদ মেম্বার, হাসান মেম্বার, মাবুদ মেম্বার, মুনসুর মেম্বার, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সাধারণ সম্পাদক সাহেব আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, নতিপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মেম্বার, রকিবুল ইসলাম, জাফর, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অপু সরকার, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লা, যুগ্মআহ্বায়ক আকরামুল হক, ছাত্রলীগ নেতা স্বপন, নয়ন, আশিক, শাহিন, ইমরান, সামাদ, মিজা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আজাদুল ইসলাম আজাদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই বাড়িতে থাকতে পারেনি। ঝোড়-জঙ্গলে রাত কাটাতে হয়েছে। সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়েছে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে আগামীতে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। প্রধান বক্তা এমপি আলী আজগার টগর বলেন, দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও আমরা খুব সুখে নেই। স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে। তারা ইতোমধ্যেই আওয়ামী লীগের ১৩ লাখ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়েছে। তারা এবার আর কাউকে মাথা ফাটাবে না। গলা কেটে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। দল ক্ষমতায় আছে তাই অনেকেই বুঝতে পারছেন না। তাই এখন থেকে সকল ভেদাভেদ ভুলে নিজেদের ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। সেই সাথে আগামী ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এসএএম জাকারিয়া আলম।