আলমডাঙ্গা পৌরসভার উপকারভোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার নির্বাচিত উপকারভোগী ও তাদের সন্তানদের বিনামূল্যে ২ দিনব্যাপী স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘কর্মজীবী লাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় উপজেলায় এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, মেডিকেল অফিসার তাপস কুমার ঘোষ, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুজ্জামান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, পৌর কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু ও জহুরুল ইসলাম স্বপন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহকারী হুসনে আরা। ২ দিনব্যাপী এই ফ্রি ক্যাম্পে ৩শ ৬০ জন পৌরসভার নির্বাচিত উপকারভোগী ও তাদের সন্তানদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।