নামেই মানুষ তারা

আহাদ আলী মোল্লা

মহা মানব চেহারাতেও
আছে অনেক জাত
বেহায়া বজ্জাত;
যেই পাতে খায় সুযোগে ফের
ফাঁক করে সেই পাত।

ওদের দেখে ঘেন্না লাগে
থুতু ছেটাই আর
ধুলো ওড়াই পা’র;
চুন কালি দিই নাকে মুখে
যারা কুলাঙ্গার।

মানুষ নামে জানোয়ারে
পেতে আছে ওৎ
ওরা তো বাঞ্চত;
বন শুয়োরের মতোন শুধু
যায় করে ঘোৎ ঘোৎ।

নামেই মানুষ তারা;
রক্তে পশুর ধারা।

সূত্র: (চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অপচেষ্টা)