৮ দফা দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি পেশ

জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উদ্যোগ চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা। গতকাল রোববার তারা ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। স্থানীয় পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে অধিকতর দায়িত্বশীল ও জনঅংশগ্রহণ করার মাধ্যমে স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালীকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনগত সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে লোকমোর্চা। তারই অংশ হিসেবে গতকাল তারা জেলা প্রশাসক বরারবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ৮ দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো- সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন নিশ্চিতকরণ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মমাফিক পাঠদান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি ও দালালমুক্তকরণ, সবজি ও ফলমূলে বিষাক্ত ফলমূলে বিষাক্ত কীটনাশক প্রয়োগ বন্ধকরণ, সকল অবৈধ যান বন্ধকরণ, চুয়াডাঙ্গা জেলা শহরের হাসান চত্বর থেকে বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়ক সংস্কারকরণ, জেলা শহরের মশা নিধনকরণ ও চুয়াডাঙ্গা জেলা মাদকমুক্তকরণ। জেলা লোকমোর্চার স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় লোকমোর্চার পক্ষে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মুকুল, সহসাংগঠনিক সম্পাদক তানজিলা মনোয়ারা মিনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, লোকমোর্চার সদস্য অ্যাড. হানিফ উদ্দিন, কিশোর কুমার কুণ্ডু ও জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।