জীবননগর লক্ষ্মীপুরে সালিসের টাকা আত্মসাতের অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে সালিসে জরিমানাকৃত টাকা বিচারকরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা আত্মসাতকারী সকলেই ক্ষমতাশীন দলের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ১৫ রমজান ভ্যানচালকের স্ত্রীর সাথে পরকীয়া ও দৈহিক সম্পর্কের অভিযোগে একই গ্রামের মিলনকে দোষী করা হয়েছে। এ নিয়ে গ্রামে সালিসের আয়োজন করা হয়। সালিসে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সালিসকারী আনারুল বিশ্বাস, ফজলু খন্দকার, বিশারত আলী বিশা ও শহিদুল ইসলাম জরিমানার টাকার মধ্যে মাত্র ২ হাজার ৮শ’ টাকা ওই নারীকে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিশা বলেন, এদিন আমরা পরকীয়ারত অবস্থায় দুজনকে আটক করি। এরপর সামাজিকভাবে বসে বিষয়টির সুষ্ঠু মীমাংস করে দিই। বর্তমানে আর কোনো ঝামেলা নেই। জরিমানার টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু টাকা রয়েছে। গচ্ছিত টাকার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে এ ঘটনার রেশ না কাটতেই গত ১৭ আগস্ট এমন আরেকটি ঘটনায় সালিসের নামে প্রহশন করে এই সেন্ডিকেট আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।