দামুড়হুদায় ভৈরব নদী পুনঃখনন বিষয়ক অবহিতকরণসভায় ইউএনও রফিকুল হাসান

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ভৈরব নদী পুনঃখনন বিষয়ক অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস কর্তৃক আয়োজিত অবহিতকরণসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হক মাস্টার, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ইউপি সদস্য আশাদুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, মোবাশ্বের বিন আনসারী, যোগাযোগ বিশেষজ্ঞ মু. শহিদুর রহমান প্রমুখ। সভায় পরিবেশগত প্রভাব বিষয়ক সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান বলেন, মেহেরপুরের রতনপুর-রসিকপুর পানি নিয়ন্ত্রণ অবকাঠামো থেকে দামুড়হুদার সুবলপুর পর্যন্ত (৫৭ কিলোমিটার) ভৈরব নদী পুনঃখনন হতে চলেছে। ভৈরব নদীটি পুনঃখনন কাজ শেষ হলে শুষ্ক মরসুমেও পানি ধরে রেখে সেচ কাজে ব্যবহার করা যাবে। ৭টি স্থানে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। এছাড়া ভৈরবের ধারে ধারে লাগানো হবে আম, মেহগনি, নিম, তালসহ প্রায় ৫৩ হাজার গাছের চারা। ফলে বদলে যাবে এলাকার আর্থ-সামাজিক প্রেক্ষাপট।