চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় ক্ষেতপাহারা দেয়া অবস্থায় মালিককে তুলে নিয়ে গিয়ে মারধর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় ক্ষেতপাহারা দেয়া অবস্থায় ক্ষেত মালিক মাহফুজুর রহমান লিঙ্কনকে (২০) তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পাওয়া যায়। গতকাল ভোর ৫টার দিকে লিঙ্কনকে তার জমির একটি কপিক্ষেত থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ করে আহত লিঙ্কন ও তার পরিবারের সদস্যরা। লিঙ্কন চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া গ্রামের বরকত আলীর ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি পরিক্ষার্থী। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আহত লিঙ্কন বলে, গতপরশু রোববার রাতে সে তার কপিক্ষেত পাহারা দিচ্ছিলো। পরদিন সোমবার ভোর ৫টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের হঠাৎপাড়ার বাবর আলী এবং তার দু ছেলে শামীম হোসেন ও আমিন হোসেন মিলে তাকে গামছা দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে যায় তাদের বাড়ির নিকট। বাবর আলী তার বাড়ির ভেতর থেকে মোটা লাঠি বের করে আমাকে বেধড়ক পেটাতে থাকে। আশপাশের কিছু লোক আমার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে আমার বাবা ও বড় ভাই মাহবুব আলম আসে এবং আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।