চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের যৌথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে উপদেষ্টা ও নির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবাসহ চুয়াডাঙ্গার নিম্নবিত্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, মিড ডে মিল, সেলাই মূল্যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পোশাক, বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত চুয়াডাঙ্গার ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক সেমিনার, শিক্ষাবৃত্তি, মহিলাদের কর্মসংস্থান বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসেসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, নাজমুল হক স্বপন ও রুহুল আমিন রতন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন- কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিপুল আশরাফ, অর্থসম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, ক্রীড়া সম্পাদক ওবায়দুল হক জোয়াদর্দ্দার, নির্বাহী সদস্য মাহতাব উদ্দীন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, অ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, শাহরিন হক মালিক, রিফাত রহমান, কিশোর কুমার কুণ্ডু, মোকারম হোসেন ও রতন আলী এবং তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী প্রধান আলমগীর কবীর শিপলু।

উল্লেখ্য, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এফবিসিসিআইয়ের পরিচালক বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সফল শিল্প উদ্যোক্তা দিলীপ কুমার আগরওয়ালা। ডায়মন্ড ওয়ার্ল্ডের ঢাকা বেইলি রোডের বিক্রয় প্রতিষ্ঠানের লভ্যাংশের সমুদয় অর্থ ফাউন্ডেশনের কোষাগারে জমা করে তা জনহিতকর কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।