ইভটিজিং

আহাদ আলী মোল্লা

পথে পথে ভেন্না ভাজে
বখাটে এক যুবকে,
পিতা-মাতা ও পড়শীরা
বোঝায় গিয়ে খুব ওকে।

কিন্তু ব্যাটা বুঝ মানে না
কী বলে ওর খায়েশে,
ইভটিজিঙের বাণী ছড়ায়
পথের ধারে তাই এসে।

সেদিন গিয়ে হাতেনাতে
ধরলো তাকে পুলিশে,
ফঁসকে যাওয়ার জন্য অনেক
ছিটায় মধুর বুলি সে।

তাতে কোনো কাজ হলো না
সঙ্গী হলো কারাগার,
বদমাইশের গোড়া ছিলো
হতচ্ছাড়া সারা গাঁ’র

সূত্র: (দামুড়হুদায় স্কুলছাত্রীকে ইভটিজিং : বখাটে যুবকের কারাদন্ড)