নইলে কেন

আহাদ আলী মোল্লা

বিদ্যুত আর থাকে কখন
সুযোগ বুঝেই পালায়,
আমরা সবাই ছিল্লিছাড়া
ওই বেয়াড়ার জ্বালায়।

এই যে ধরুন বসছি খেতে
দিচ্ছি ভাতে হাত,
মাখিয়ে কেবল তুলবো গালে
যাবে সে নির্ঘাত।

কিংবা ধরো কেবল শুলাম
ঝিমকি আসার ভাব
এক তিলিকেই প- আরাম
হয় না শুয়ে লাভ।

আসে ঠিকই যায় খুচখাচ
ঘাড়ে বি ওর ভূত,
নইলে কেন ভেলকি এমন
দেখাচ্ছে বিদ্যুত?

সূত্র: (ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত থাকছে না চুয়াডাঙ্গায়)