ডাবল সেঞ্চুরিতে মাঠে আলো ছড়ালেন সেই এনামুল

স্টাফ রিপোর্টার: বহুদিন ধরে আলোচনায় নেই এনামুল হক বিজয়। জাতীয় দলের হয়ে মাঠে তার আগ্রাসী ব্যাটিং মিস করেন টাইগার ভক্তরা। অবশেষে প্রথম শ্রেণির ম্যাচে রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। গতকাল সোমবার রংপুরের বিপক্ষে ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন এনামুল। ফেরার আগ পর্যন্ত করেন ২১৬ রান। নতুন ঘরোয়া মরসুমের প্রথম ডাবল সেঞ্চুরি এটিই। এর আগে ২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ ছিলো তার আগের সর্বোচ্চ। সেবার ডাবল সেঞ্চুরি থেকে ৭ রান দূরে এলবিডব্লিউ হয়েছিলেন পেসার তারেক আজিজের বলে। এনামুল ব্যাটিংয়ে নেমেছিলেন দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে। সেদিন ৫৯ বলে স্পর্শ করেন হাফসেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁয়েছিলেন ১৫৮ বলে। দিন শেষ করেন ১০৫ রানে। এরপর বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয় মাত্র ৩৯ ওভার। এদিনও টিকে যান এনামুল। দিন শেষ করেন ১৭২ রান নিয়ে। অবশেষে চতুর্থ দিন সকালে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়। ৩৩০ বলে ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২১৬ রানে এলবিডব্লিউ হয়েছেন নাসির হোসেনের বলে। সাড়ে ৮ ঘণ্টায় ৩৫৬ বলের ইনিংসে চার ছিলো ১৮টি, ছক্কা দুটি।