বোমাবাজ আব্বাসসহ গ্রেফতার ৩ ॥ ৬টি শক্তিশালী বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের আকন্দবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের দল সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে আকন্দবাড়িয়ায়। চিহ্নিত বোমাবাজ পারকৃষ্ণপুরের আব্বাসসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী, আশরাফ আলী, জগদীশ চন্দ্র বসু, নিয়াজ মোর্শেদ, মুহিতুর রহমান মুহিত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারে। বাজারের মাসুদের দোকানের সামনে থেকে গোয়েন্দা পুলিশের দল গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুরের আ. গনির ছেলে অভিযুক্ত বোমাবাজ আব্বাস আলী (৪২), একই গ্রামের নুর ইসলামের ছেলে আনারুল হক (২৮), কুড়–লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আজিজুল হকের ছেলে আ. কাদেরকে (৩২)। গ্রেফতারকৃতদের কাছে থাকা ৩ টি থলে তল্লাশি চালিয়ে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছু তথ্য দিয়েছে পুলিশকে। এসআই ইব্রাহিম আলী বলেছেন, গ্রেফতারকৃতরা মানিকপুরের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো ও পরে সীমান্ত থেকে ফেনসিডিল আনার কথা স্বীকার করেছে। তবে তাদের স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে।