ঈদগাঁ ময়দানে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত

আলমডাঙ্গার হাঁপানিয়া নিম্ন মাধামিক বিদ্যালয় পরির্দশন শেষে আলোচনাসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আসমানখালী প্রতিনিধি: ঈদের দিন হাঁপানিয়ায় ঈদগাঁ ময়দানে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, আওয়ামী লীগ কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে তারা কোনো ছাড় পাবে না। তাদের সকলকে আইনের আওতায় নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকারের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া মরহুম সিরাজুল ইসলাম মডেল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আলোচনাসভায় উপরোক্ত মন্তব্য করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি আরও বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো চক্রান্তে ভীত নয়। হামলা চালিয়ে জনসেবার ধারাবাহিকতা থামানো যায় না, যাবে না। তিনি আহতদের সাথেও সাক্ষাত করেন। সহযোগিতারও হাত বাড়ান। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিষেশ অতিথি ছিলেন জেলা আওয়াী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে ভারপ্রপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মন্টু, জেলা পরিষদের সদস্য ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায় রকিবুল হাসান, জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, নুর আলম, কামাল হোসেন, সৌকত, শেখ সানি সুইট, রাকিব শেখ, জুয়েল রানা, রাসেল, লিখন, আল ইমরান, সাদ্দাম হোসেন প্রমুখ।