চালের হাটে কারসাজি

আহাদ আলী মোল্লা

চালের হাটে কারসাজি খুব পার করি দিন অস্থিরতায়
গরিব দুখির জানের জ্বালা টেনশনে লোক বস্তিরও তাই
পাইনে এখন বাজার ঘুরে এক কেজি চাল পঞ্চাশেতেও
ধরা খেলাম গমের আবাদ খড়ের আবাদ ছন চাষেতেও।

হায় রে দশা লেজে গোবর করুণ কাহিল অবস্থারই
মূল্য বাড়ে চিকন মোটার দাম কমাবা ক’ বস্তারই
বন্দি করে গুদামে চাল ব্যবসা চলে সিন্ডিকেটে
অসৎ ঘাগু ব্যবসাদারের দেয় না কেউই পি-ি কেটে।

মহজানের তুঘলকি ভাব আজব চালের কারবারি সে
এমন নকল আকাল করে আখের গোছায় বার বারই সে
মজুদারির বিরুদ্ধে তাও তেমন কোনো ব্যবস্থা নেই
আগে চাউল দশ টাকা সের; এখন নাকি সে বস্তা নেই।

কোনটা ছিলো কোনটা বা নেই বলছো কেন আন্দাজেতে
কও তো সোজা আর কতো কাল লাগবে লোকের ধান্দা যেতে
কাটছি পগার ফেলবো তাতে দুর্নীতিবাজ দুর্নীতিকেও
পরিস্থিতি বদলে দিয়ে চাও কি নতুন সুর নীতি কেউ?

সূত্র: (চালের বাজারে অস্থিরতা)