কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে শিক্ষক ও ছাত্রীদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময়

কোটচাঁদপুর প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে প্রগতিশীল নাগরিক সমাজ আয়োজনে কলেজ প্রাঙ্গণে বজ্রপাত নিরোধে তালের আঁটি রোপণ করেন তিনি। কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. কামরুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন অধ্যাপক নিমাই চন্দ্র দে। সভাটি পরিচালনা করেন অধ্যাপক শরিফুজ্জামান তুহিন। এরপর তিনি উপজেলা পরিষদ মিলানায়তনে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘœ করতে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন, বলুহর ইউপি চেয়ারম্যান আ. মতিন, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন নাসির, বিদ্যুতের আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ, আনসার-ভিডিপি কর্মকর্তা (অ.দা.) জামেলা খাতুন, পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র দেসহ উপজেলার বিভিন্ন পূজা ম-পের নেতৃবৃন্দ। সভায় রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়।