দেশের বাজারে কমেছে সোনার দাম

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনা সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সর্বনিম্ন ৫৮৩ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ৪৮ হাজার ৯৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭২ এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ১১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি কমে দাড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।  বাজুসের সাধারণ সম্পাদক দিলীপকুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যতা রেখে দাম কমানো হয়েছে। এর আগে ১২ আগস্ট ও ১১ সেপ্টেম্বর সোনার দাম বাড়িয়েছিলো বাজুস।