রোহিঙ্গাদের অধিকার দিয়ে মিয়ানমারে ফেরত নেয়ার দাবি

 

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে জাতীয় পার্টির সভায় অ্যাড. সোহরাব

ডিঙ্গেদহ প্রতিনিধি: মিয়ানমারের রোহিঙ্গাদের নিপিড়ন, খুন, গুম, অগ্নিসংযোগ, ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৫টায় ডিঙ্গেদহ বাজারে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড, সোহরাব। তিনি বলেন মিয়ানমারের রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়নের জন্য খুন, গুম, অগ্নিসংযোগ ও রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে। যা আইয়ামে জাহিলিয়া যুগকে ও হার মানায়। অবিলম্বে রোহিঙ্গাদের অধিকার দিয়ে মিয়ানমারে ফেরত নেয়ার দাবি জানান। এ সময় তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিটি আসনে প্রাথী দেবে। এজন্য দলকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহব্বান জানান। সদর উপজেলা জাতিয় পার্টির সম্পাদক জাকির হোসেন জোয়ার্দ্দার বাবুর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা জাপার সহসম্পাদক আলো জোয়ার্দ্দার, সদস্য নজরুল ইসলাম, জেলা স্বেছাসেবক পার্টির সভাপতি মাহাবুল হক, কুতুব ইউনিয়নের আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়নের সভাপতি শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মল্লিক হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্মআহ্বায়ক খলিলুর রহমান, গড়াইটুপির সভাপতি নুরুল ইসলাম, তিতুদহের সভাপতি আজম আলী, আলুকদিয়ার সভাপতি জুলফিকার আলী।