কোহলির জিহ্বা বের করা ছবি নিয়ে অনলাইনে শোরগোল

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট মাঠে আগ্রাসী কোহলি মাঠের বাইরেও বেশ আলোচিত। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যের কারণে অনেকবার আলোচনা-সমালোচনার লাইম লাইটে এসেছেন তিনি। অবশ্য তার দেশের মিডিয়াতে কোহলি বন্দনা চলে সব সময়। জিহ্বা বের করা ছবি থেকে শুরু করে বিভিন্ন অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলি অন্যতম। এবার তারই এক জিহ্বা বের করা ছবি নিয়ে অনলাইনে বেঁধেছে শোরগোল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় ফ্যান পেজ হলো, ‘ক্রিকেট সারকাজম বি়ডি’। সম্প্রতি এতে কোহলির একটি জিহ্বা বের করা ছবি পোস্ট করা হয়। পশ্চিমবঙ্গসহ ভারতের গণমাধ্যমগুলোর দাবি ওই পেজে কোহলির ছবি পোস্ট করে পরোক্ষভাবে তাকে ‘কুকুর’ বলা হয়েছে। ছবিতে লেখা হয়, অস্ট্রেলিয়ার রয়েছে ক্যাঙারু, চিনের রয়েছে পাণ্ডা, নিউজিল্যান্ডের রয়েছে কিউয়ি এবং ভারতের রয়েছে বিরাট কোহলি।