শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে আমিরাতে পাকিস্তান দল

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শরফরাজ আহমেদের পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। ১৬ সদস্যের দল ও ৯ কর্মকর্তা গত রোববার আমিরাতের উদ্দেশে রওয়ানা হন। আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্ট ছাড়াও এই সফরে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা পাঁচটি ওয়ানডে তিনটি টি-২০ ম্যাচ খেলবে। দুই দলের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে রওয়ানার একদিন আগেই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

পাকিস্তান দল: শরফরাজ আহমেদ, আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হ্যারিস সোহাইল, উসমান সালাহউদ্দিন, ইয়াসির মাহ, মোহাম্মদ আসগার, বিলাল আসিফ, মীর হামজা, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও ওয়াহাব রিয়াজ।