কুষ্টিয়ায় রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার (পাকশী) ইউনুস আলী, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্না রানী সাহাসহ পুলিশ প্রশাসন। অভিযানে রেলওয়ে জংশনের আশেপাশের প্রায় ৩ একর জায়গায় অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।