গাংনীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে জাভেদ মাসুদ মিল্টন ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা কায়েম করতে চায়

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মধ্যদিয়ে আরও উজ্জীবিত হবে বিএনপি। নতুন শক্তির বিএনপির আন্দোলনের মধ্যদিয়ে কাক্সিক্ষত সহায়ক সরকারের দাবি আদায় করা সম্ভব হবে। গতকাল সোমবার বিকেলে গাংনী কার্যালয়ে সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বক্তৃতায় একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা কামেয় করতে চায়। ফলে এখন বাক স্বাধীনতা হারিয়েছি আমরা। গত রমজানে ইফতার অনুষ্ঠানে অফিসে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল কিছু যুবক হামলা চালিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে। কিন্তু ক্ষমতাসীন দলের কেউ এ বিষয়ে কোনো বিবৃত্তি দিলেন না। প্রশাসনও ব্যবস্থা নেয়নি। রাজনীতির মাঠে সমঅধিকার মুখে বলা হলেও বাস্তবে তা কল্পকাহিনী। সদস্য সংগ্রহ কর্মসূচির বিষয়ে বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, এ কাজের মূল দায়িত্ব জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের। সভাপতি সদর-মুজিবনগরে ব্যাপকভাবে কাজ করছেন। কিন্তু সাধারণ সম্পাদক গাংনীতে কাজ করছেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে। আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সদস্য ফরম পাননি। তাদের দাবি ও কেন্দ্রের চাপের প্রেক্ষিতে আমি ফরম নিয়ে এসেছি। মেহেরপুর-২ (গাংনী) আসনে রেকর্ড সংখ্যক ফরম পূরণ করে আলোড়ন সৃষ্টির আশা প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী আন্দোলন কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণআন্দোলনের মধ্যদিয়েই গণতন্ত্র মুক্ত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আহসান হাবীব বাবু। ৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আতিয়ার রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপি সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সু, ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসেম ফুলচাঁদ, ষোলটাকা ইউপি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বামন্দী ইউপি বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ বাচ্চু, যুবদল নেতা আব্দুল ওয়াহাব বুলবুল ও জামাল আহম্মেদ, ছাত্রদল নেতা চপল বিশ^াস, উপজেলা ছাত্রদল সম্পাদক কাওছার আলী, কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আশিক ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মহিরুল ইসলাম বিল্লালসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা সোহরাব হোসেন। প্রবীণ বিএনপি নেতা জেলা বিএনপির উপদেষ্টা শিশিরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের সদস্য নবায়ন ফরম পূরণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জাভেদ মাসুদ মিল্টন।