আম্মুর গল্প

মিম্মা সুলতানা মিতা

মন্টি খোকা গল্প শুনে
বেজায় ভারী রাগ,
ছোট্ট খোকার হাতের থাবায়
মরবে কেন বাঘ?
বাঘের ইয়া থাবাতে যদি,
ছোট্ট খোকা মরতো,
তবেই না হয় গল্পটিও
অনেক বেশী জমতো।
আম্মু বলেন শুকনো মুখে
তুইনা কতই বোকা,
বাঘের থাবায় মরবে কেন?
আমার মন্টি খোকা।