যমুনা ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কুন্দিপুর গ্রামের শাহীনের মর্মান্তিক মৃত্যু

 ৮০ হাজার টাকায় আপসরফা
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী-দর্শনা সড়কের দোয়েল ইটভাটার সামনে যমুনা ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কুন্দিপুর গ্রামের বাইসাইকেল আরোহী শাহীনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দিনভর দর কষাকষি শেষে ৮০ হাজার টাকায় আপসরফা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই রাত ১০টায় বেদনাবিধুর পরিবেশে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে সেনিটেশনের রিংস্লাব বসাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের পালপাড়ার ইসমাইল হোসেন মোল্লার ছেলে শাহীন মোল্লা দর্শনা কলেজপাড়ায় আসে। রিংস্লাব বসিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শাহীন হিজলগাড়ী-দর্শনা সড়কের দোয়েল ইটভার সামনে পৌঁছুতেই পেছন দিক থেকে আসা যমুনা ইটভার ট্রলিযুক্ত একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পিষ্ট করে। পথচারীরা শাহীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে হাসপাতালেই শাহীনের (২৩) মর্মান্তিক মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্রাক্টরটি কিশোর স্বপন চালাচ্ছিলেন। পাখিভ্যানচালক ইনতাজ বলেন, শাহীন, জামিনুল ও আমি রিংস্লাব বসিয়ে বাড়ি ফিরছিলাম। শাহীন বাইসাইকেলে আগে আগে আর আমি ও জামিনুল পেছন পেছন যাচ্ছিলাম। দ্রুতগতির একটি ট্রাক্টর পেছন দিক থেকে প্রথমে আমাদেরকে চাপা দেয়ার চেষ্টা করলে আমরা তড়িঘড়ি করে পাকা রাস্তা ছেড়ে পাখিভ্যানটি কাঁচা রাস্তায় নামিয়ে দিই। আমরা নিজেদেরকে রক্ষা করতে পারলেও আনাড়ি চালক শাহীনকে পিষ্ট করে। এ ঘটনায় দিনভর দর কষাকষির একপর্যায় দামুড়হুদা মডেল থানায় বসে বিকেল ৫টার দিকে ৮০ হাজার টাকায় আপসরফা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে ট্রাক্টরচালক স্বপন ঘটনার পরপরই ট্রাক্টরটি যমুনা ভাটার এক কোনে ফেলে রেখে সটকে পড়ে। পারিবারিকসূত্রে জানা যায়, ইসমাইল হোসেনর দু মেয়ে এক ছেলে। বাড়িতে সেনিটেশনের রিংস্লাব তৈরি করে। অর্ডার পেলে ছেলে শাহীন সেই রিংস্লাব বাড়িতে গিয়ে বসিয়ে দিয়ে আসে। গত দু বছর আগে সে বড়সলুয়া গ্রামে বিয়ে করেছে। বাড়ির একমাত্র ছেলে শাহীনের মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবার জুড়ে নেমে আসে শোকের মাতম। তরুণ ছেলে শাহীনের মৃত্যুতে মা সবেরা বেগম এবং স্ত্রী নাছরিন খাতুন পাগল প্রায়। এদিকে আপস মীমাংসা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই গতরাত ১০টার দিকে জানাজা শেষে গ্রাম্য কবরস্থনে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে এলাকবাসীরা অভিযোগ করে বলেন, হিজলগাড়ী-দর্শনা সড়কে রয়েছে তিনটি ইটভাটা। এ সমস্থ ভাটার ট্রাক্টরগুলো ড্রাইভার না হেলপার চালায় গতি দেখে বোঝার উপায় নেই। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বলেন, উভয়পক্ষ নিজেদের মধ্যে বসে আপস মীমাংসা করে নিয়েছে।