চুয়াডাঙ্গার সাহেবনগরে কৃষকের নিকট মোবাইলফোনে চাঁদা দাবি

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সাহেবনগরে চরমপন্থি পরিচয়ে গণহারে চাঁদাবাজি শুরু করেছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে খুনের হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভুগীরা।
গ্রামবাসীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে কৃষক গোলজার হোসেনের নিকট মোবাইলফোনে ৫০ হাজার টাকা দাবি করেছে। কৃষক গোলজার হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজচক্র খুনের হুমকি দিয়ে আসছে। তিনি এখন পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।
গোলজার হোসেন জানান, বেশ কয়েক দিন ধরে জনৈক ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে (০১৭৪৪৪৯৯০৯৪) নাম্বার থেকে নিজেকে চরমপন্থি পরিচয় দিয়ে মোবাইলফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দিলে তাকে খুন করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।