হাসাদহ হাইস্কুলের এসএসসি ৫৯টি ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে ঢাকায় প্রাক্তন ছাত্রদের সভা

জীবননগর ব্যুরো: ২০১৮ সালে ৬৪ বছরে পা দিচ্ছে জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়। ১৯৬০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ বিদ্যালয় থেকে ৫৯টি ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ বিদ্যালয়ের এসএসসি ৬৪টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার এ বিদ্যালয়ের ঢাকায় অবস্থানরত প্রাক্তন ছাত্ররা পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতিসভা করেছে। সভায় আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পুনর্মিলনী আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক্তন শিক্ষাথীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলরুমে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজার সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় এসএসসি ১৯৭০ ব্যাচের কৃতিছাত্র বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর ডা. আশাদুল হক, সাবেক ব্যাংকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর বদরুল আলম, প্রফেসর ড. হাবিবুর রহমান লাভলু, কাশেম সায়েন্টিফিকেশনের জেনারেল ম্যানেজার আব্দুল কাইয়ুম, সোমাটেক ফার্মাসিটিউক্যালের সিনিয়র এক্সিকিউটিভ সাইবুর রহমান, ব্যবসায়ী আবুল বাশার, সাংবাদিক মফিজুর রহমান, বাবুল আক্তার টলো, ফোরডিএল বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর একেএম জহির, আরডেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, বলাকা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির, ব্যবসায়ী মাহবুবুর রশিদ, নাতাশা হেল্থ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিয়ার রহমান, ডেমকোর ডিজিএম শফিকুল আক্তার, পিডাব্লিউডির কর্মকর্তা আব্দুল মান্নান, সিভিও পেট্রোক্যামিকেলের ডিজিএম আব্দুস সামাদ ও কপোতাক্ষর চেয়ারম্যান বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রস্তুতিসভার খবর নিশ্চিত করেছেন।