চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে কাপড়ের দোকানে চুরি

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ি বাজারে কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোর এবং দোকনদারকে সালিস বৈঠকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হিজলগাড়ি বাজারে দোকান দিয়ে কাপড়ের ব্যবসা করেন তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের কাওছার আলী। তার দোকানে প্রায় খাতির জমিয়ে বসতেন একই গ্রামের মহিতের ছেলে আশরাফ আলী। দোকান থেকে বিভিন্ন মালামাল বিক্রি ছাড়াই খোঁজ পান না দোকানদার কাওছার। সন্দেহের তীর ওঠে আশরাফের দিকে। দোকানদার গোপনে দোকানে মোবাইলফোনে ভিডিও মুড চালু করে আশরাফকে রেখে বাইরে চলে যান। পরে মোবাইলফোন চেক করে দেখেন আশরাফ দোকানের মালামাল শার্টের নিচ দিয়ে মাজায় গুজছে। বিষয়টি দোকানদার কাওছার আঁচ করতে দেন না আশরাফকে। একটি সূত্র বলেছে, দোকানদার কাওছার প্রায় সময় আশরাফের নিকট থেকে বিভিন্ন মালামাল কিনতো। অন্য দিনের ন্যায় কাওছার মালামাল কেনার প্রস্তাব দেয় আশরাফের নিকট। আশরাফ টোপে পড়ে গতকাল দুপুরের দিকে ২৯ পিস লুঙ্গি ও ২ পিস গেঞ্জি বিক্রি করার জন্য নিয়ে আসে। তখন গোমর ফাঁক হয়ে পড়ে আশরাফের। বিষয়টি নিয়ে গতকাল সোমবার বিকেলেই বাজারের চালপট্টিতে বসে সালিস বৈঠক। একপর্যায় চুরির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আশরাফকে ৬০ হাজার টাকা এবং চোরাই মালামাল কেনার অপরাধে দোকানদার কাওছারকে ২০ হাজার টাকা জরিমানা করে জুড়িবোর্ড। জুড়িবোর্ড মনে করেছে চুরি করা এবং চোরাই মালামাল কেনা দুজনেই দোষী। এদিকে আশরাফের লেবাস অনুযায়ী চুরির ঘটনায় ধিক্কার জানিয়েছে সচেতনমহল। বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন বলেন, আশরাফের মতো একটা ছেলে এমন ঘটনা ঘটিয়েছে ভিডিও না দেখলে বিশ্বাসই হতো না।