এভ্রিল বাদ : সেরা সুন্দরীর মুকুট জেসিয়ার

স্টাফ রিপোর্টার: ঘোষণার পর থেকে অব্যাহত সমালোচনার মুখে বাংলাদেশের সেরা সুন্দরীর মুকুট হারালেন জান্নাতুল নাঈম এভ্রিল; তার পরিবর্তে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম। গতকাল বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এভ্রিলের খেতাব বাতিলের ঘোষণা দিয়ে প্রথম রানার আপ জেসিয়ার মাথায় মুকুট পরানোর ঘোষণা দেয়া হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজকদের এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেন, ভুল সবারই হয়। আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিচারকদের মধ্যে শম্পা রেজা ও চঞ্চল মাহমুদও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। বাকি তিনজন জুয়েল আইচ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির ছিলেন অনুপস্থিত। গত ২৯ সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে এভ্রিলের নাম ঘোষণার পর থেকে বিতর্ক চলছিলো। জেসিয়া ইসলাম; নানা ঘটনার পর চীনে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিচারকদের মতামত উপেক্ষা করে আয়োজক সংস্থা অন্তর শোবিজ এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন বলে প্রথমে অভিযোগ ওঠে। তারপর বিয়ের খবর লুকিয়ে এভ্রিলের এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার খবরও আসে গণমাধ্যমে। এই জটিলতা দেখা দেয়ার পর আয়োজক প্রতিষ্ঠান মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বিয়ের খবর গোপন রেখে তিনি অসততার পরিচয় দিয়েছেন। সে কারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। ওই বার্তা পাওয়ার পর অন্তর শো বিজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপক শিনা চৌহান এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন। উপস্থাপকের নাম ঘোষণার পরই মাইক্রোফোন হাতে তুলে নেন এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন। তা নিয়ে আয়োজক ও বিচারকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম ঘোষণার মঞ্চের এ ঘটনা মুহূর্তেই ফেসবুকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের ঘোষণা দেয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন- রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল সুমাইয়া ও জেসিয়া ইসলাম।