ঝিনাইদহের বাজারগোপালপুুরে নকল বিড়ি উদ্ধার ॥ আগুনে পুুড়িয়ে বিনষ্ট

স্টাফ রিপোর্র্টার: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুুরে মেঘনা পেট্রলিয়ামের পরিবেশক মেসার্স জিয়া ট্রেডার্স থেকে সাড়ে ১৫ হাজার নকল আজিজ বিড়ি উদ্ধার করেছে কোম্পানি প্রতিনিধিগণ। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ বিপুুল পরিমাণ নকল বিড়ি জব্দ করে আগুনে পুুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ঝিানাইদহ রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ নয়ন ও চুয়াডাঙ্গা রিজিওনাল ম্যানেজার জামিল মিয়া, ফিল্ড অফিসার, বাজারের একাধিক ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
কোম্পানির কর্মকর্তারা জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই প্রতিষ্ঠান বেশকিছু দিন যাবত বিভিন্ন লোকজনের মাধ্যমে নকল আজিজ বিড়ি আমদানি করে ওই এলাকায় বিক্র করে আসছে। বিষয়টি আমরা নিশ্চিত হয়ার পর গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বাজারগোপালপুুরে মেঘনা পেট্রোলিয়ামের পরিবেশক মেসার্স জিয়া ট্রেডার্স থেকে সাড়ে ১৫ হাজার নকল আজিজ বিড়ি উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক সাইফুল ইসলাম সাহি অসুস্থ থাকার কারণে তার ছেলে ওসমান আলি উপস্থিত ছিলেন। তিনি অবস্থা বেগতিক দেখে কৌশলে সটকে পড়েন। বিড়ি নকল নিশ্চিত হওয়ার পর কোম্পানি ও উপস্থিত সকলে সিদ্ধান্তে আগুনে পুুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে দোকান মালিক জানান, আমি বেশকিছু দিন ধরে অসুস্থ তাই নিজে প্রতিষ্ঠানে বসতে পারি না। আমার ছেলে দোকানে বসছে। তিনি আরো জানান, আমি শুনেছি ওই বিড়ি নাকি কালীগঞ্জের এক লোকের। চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারে যাবে। তবে দোকান মালিকের ছেলে ওসমান আলীর সাথে যোগযোগ করেও তাকে পাওয়া যায়নি।