চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান : ফেনসিডিলসহ গ্রেফতার ৪

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ দিনভর ক্যাম্প এরিয়ার বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। অভিযানে ৫ লিটার তরল ও ৪৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মালামালসহ সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাসনুন আলম গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাকদবিরোধী অভিযান চালন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের বন্ধুতলা নামক স্থানে। এ সময় পুলিশ ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন রাঙ্গীয়ারপোতা গ্রামের নতুনপাড়ার হুজুর আলীর স্ত্রী নুরজাহান বেগমকে (৫০)। দুপুর সাড়ে ১২টার দিকে বেগমপুর বগুলাপাড়ার কবরস্থনের নিকট অভিযান চালিয়ে ৫ লিটার তরল ফেনসিডিলসহ গ্রেফতার করেন জীবননগর পৌর এলাকার লক্ষিপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩২)। একই দিন বেলা ৪ টার দিকে রাঙ্গীয়ারপোতা দরগা তলায় অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল ও একটি লালপালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করেন দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার ইমদাদুল হকের ছেলে ইমরান হোসেন (২৫) ও আমিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (২৪)। পুলিশ তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।