মরে যাবো তবু ওই কাওমি মারদায় যাবো না

চুূয়াডাঙ্গা সদর হাসপাতালে কিশোরের কান্নাসহ চিৎকার

স্টাফ রিপোর্টার: সাব্বিরের বয়স টেনেটুনে তেরো। কিছুতেই যাবে না নেহালপুরের ওই কাওমি মাদরাসায়। বাবা মায়ের জোরাজুরিতে সে শেষপর্যন্ত কীটনাশক পান করে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়া হলে সে তখনও চিৎকার করে বলতে থাকে, ওই মাদরাসায় আমি আর যাবো না। মরে যাবো তবু যাবো না।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের ডিহি কেষ্টপুরের সণ্টু জোয়ার্দ্দারের ছেলে সাব্বির আহমেদ নেহালপুর কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। প্রথম দিকে সে মাদরাসায় ঠিক ঠাক গেলেও সম্প্রতি সে মাদরাসায় যেতে আপত্তি জানায়। সর্বশেষ সে ছুটিতে বাড়ি ফেরে। গতপরশু তার বাবা মা জোর করে মাদরাসায় পাঠানোর চেষ্টা করলে সে হাতের কাছে পাাওয়া কীটনাশক সেবন করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাদরাসায় যেতে কেনো তার অতো আপত্তি? বিস্তারিত জানা সম্ভব হয়নি।