৩১ বছর আগে ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করা নারী এখন বিচার প্রার্থী

দামুড়হুদার সেই আজিজুলের বিরুদ্ধে অবশেষে মামলা

স্টাফ রিপোর্টার: ঘটনার দীর্ঘ ৩১ বছর পর দামড়হুদা গোবিন্দহুদার ফার্নিসার ব্যবসায়ী আজিজুর রহমানে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গৃহপরিচারিকার কাজ করতে গেলে আজিজুর মামলার বাদীকে ধর্ষণ করে এবং ধর্ষনের শিকার গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই কন্যারও এখন দু সন্তান রয়েছে।
ধর্ষণের শিকার গৃহপরিচারিকা চান স্ত্রীর মর্যদা, একই সাথে চান সন্তানের স্বীকৃতিসহ যাবতীয় অধিকার। চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন এ তথ্য জানিয়ে বলেছে, আজিজুর রহমান ওরফে পঁচা হুজুরে বিরুদ্ধে ৩১ বছর আগে তথা ১৯৮৬ সালে গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে কীভাবে ধর্ষণের শিকার হওয়ার পর অন্তঃসত্ত্বা হয়ে কন্যা সন্তান জন্ম দেন তার বর্ণনা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১), ১৩ (৩) ও ১৫ ধারায় এ মামলা করেছে সে সময়ে ধর্ষণের শিকার হওয়া নারী।
চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন আইনগত সহয়তা দিচ্ছে। গতকার মামলা দায়েরের সময় অ্যাড. আব্দুল মালেক, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, অ্যাড. নওশের আলী, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. জিল্লুর রহমান জালাল, অ্যাড. আবু তালেব, অ্যাড. মাসুদুর রহমান টেটন, অ্যাড. শাহিন আক্তার,অ্যাড আসাদুজ্জামান মিলন প্রমুক উপস্থিত ছিলেন। অ্যাড. মানি খন্দকার বলেছেন, ঘটনার সময় ওই নারী যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন সালিসও বসে। সেই সালিসে কিছু জমি দিয়ে রেহায় পাওয়ার চেষ্টা চালায়। অন্তঃসত্ত্বা নারী কন্যা সন্তান প্রসব করে। তার বয়স হলে সেই জমি বিক্রি করে মেয়ে বিয়ে দেয়। মেয়ের রয়েছে দু সন্তান। ধর্ষণের শিকার ওই নারী এতোদিনে যেমন পায়নি স্ত্রীর মর্যদা, তেমনই কন্যাও পায়নি সন্তানের স্বীকৃতি।