খোলাবাজারে আতপ নয় সিদ্ধ ধানের চালই দরকার

যে সমাজের সাধারণ মানুষের প্রধান খাবার ভাত, সেই ভাতের চালের দাম যখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে তখন বুঝতে বাকি থাকে না পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। অবশ্য সরকার চালের দামে লাগাম দিতে খোলাবাজারে স্বল্পমূল্যে চাল বিক্রির পদক্ষেপ নিয়েছে। যদিও এতে যে চাল বিক্রি করা হচ্ছে সেই আতপ চাল সমাজের নিম্ন আয়ের মানুষও খেয়ে অভ্যস্ত নয়। সে কারণে খোলাবাজারে হ্রাসকৃত মূল্যে বিক্রি করা ওই চাল বিক্রি নেই। ফলে যে চালের ভাত খেয়ে সমাজের মানুষ অভ্যস্ত সেই চাল বিক্রির আহ্বান জানানো হয়েছে। এ আহ্বানে সরকারের দায়িত্বশীল কর্তাদের সাড়া মিলবে বলে বিশ্বাস। তাছাড়া যতো দ্রুত সম্ভব দেশে চালের মূল্য হ্রাসে বাস্তবমুখি পদক্ষেপ নেয়া দরকার।