অমলেশ সেন আর নেই

মাথাভাঙ্গা মনিটর: গতকাল শনিবার বিকেলেও আবাহনীর অনুশীলনে এসেছিলেন তিনি। অনুশীলনের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির সাবেক ফুটবলার ও বর্তমান কোচ অমলেশ সেন। এরপর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরই সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা দলের অন্যতম ফুটবলার ও আবাহনী কোচ অমলেশ সেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ রায় রূপু নিশ্চিত করেছেন অমলেশ সেনের মৃত্যুর খবরটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজ বিকেলেও অনুশীলনের টিম মিটিংয়ে ছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পরই মারা যান তিনি।’ সাবেক এই ফুটবলার ও কোচ ১৯৪৩ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন। খেলেছেন জাতীয় দলেও। তিনি ফায়ার সার্ভিস ও ইস্ট অ্যান্ড ক্লাব হয়ে ১৯৭০ সালে ঢাকা মোহামেডানে যোগ দেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। এরপর ১৯৮৪ সাল পর্যন্ত এই দলে খেলেছেন।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও ফুটবল এবং আবাহনী ক্লাব ছাড়েননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই দলেই ছিলেন। কখনো সহকারী কোচ, আবার কখনো কোচ হিসেবে। মানে আবাহনীর দুর্দিনের কাণ্ডারি ছিলেন অমলেশ সেন। আবাহনী আর অমলেশ সেন ছিলেন সমর্থক।